Monday 11 January 2021

সরকারি স্কুলে ভর্তির রেজাল্ট ২০২১

 সরকারি স্কুলে ভর্তির রেজাল্ট ২০২১

আজ বেলা সাড়ে তিনটায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির রেজাল্ট প্রকাশ করা হবে।

 সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে লটারি হবে। ৮০ হাজার আসনের বিপরীতে এবার ৫ লাখ ৭৩ হাজার ৩১১টি আবেদন পড়েছে।নির্ধারিত লিংকে (http://gsa.teletalk.com.bd) ফলাফল প্রচার শুরু করা হবে বিকেল ৫টা থেকে ।

সরাসরি রেজাল্ট পেতে ক্লিক করুন 

https://gsaresult.teletalk.com.bd/

এছাড়া লটারির ফল শিক্ষার্থীদের মুঠোফোনে  এসএসএমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


Monday 25 December 2017

মেলা বাংলাদেশের একটি সাংস্কৃতিক ঐতিহ্যগুলির একটি। বাংলাদেশের গ্রামে গঞ্জে এখনো অনুষ্টিত হয় বিভিন্ন প্রকারের মেলা।বড়বাড়ী, লালমনিরহাট এর মৎস এবং পিঠা মেলা এরকম একটি মেলা। এমেলায় পাওয়া যায় নানা জাতের মাছ ও নানা প্রকারের পিঠা। হাজার হাজার লোকের ঢল নামে মেলা উপলক্ষে। শীত উপলক্ষে এ মেলা বসে বড়বাড়ি হাটের স্কুল/কলেজ মাঠে।

Thursday 12 October 2017

তিনবিঘা করিডোর এর ইতিহাস

তিনবিঘা করিডোর ভারতের পশ্চিমবঙ্গের মেঘলীগঞ্জ জেলা ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত।উভয়দেশ তাদের ছিটমহলে যথাক্রমে দহগ্রাম-আঙ্গরপোতা (বাংলাদেশ)ও দক্ষিণ বেরুবাড়ীর(ভারত) যাতায়াত সুবিধার জন্য এটি  তৈরি করে।ভূমিটির মোট আয়তন তিন বিঘার সমান (১,৫০০ - ৬,৭৭১ বর্গমিটার)। এ থেকে এর নাম হয়েছে তিনবিঘা করিডোর।