Wednesday 4 October 2017

লালমনিরহাটের পরিবেশ বান্ধব বোতল বাড়ি (Eco-House)

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সীমান্তবর্তী নওদাবাস গ্রামে প্লাস্টিকের বোতল ও সিমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছে বাড়ি। বাড়িটির নির্মাতা পরিবেশ বিজ্ঞানের শিক্ষক দম্পত্তি রাশেদুল আলম ও তার স্ত্রী আসমা খাতুন।এতে রয়েছে চারটি থাকার ঘর, দুটি বাথরুম, রান্নাঘর ও বারান্দা।শিক্ষক দম্পত্তি বলেন ইটের তৈরি বাড়ি থেকে ৪০ শতাংশ টাকা কম খরচ হয়।
কিভাবে যাবেন: লালমনিরহাট মিশন মোর হইতে লোকজনকে জিগাইবেন ভেলাবারির রাস্তা। ভেলাবারির লোকজনকে জিগাইবেন চাপার হাট এর রাস্তা, চাপার হাট এর লোকজনকে জিগাইবেন চন্দ্রপুর এর রাস্তা, এর পর জিগাইবেন নওদাবস এর রাস্তা। এরপরে সবাই বলবে বোতলবাড়ী কোনটা।মিশন মোর হইতে ৩০কিমি রাস্তা। যাওয়ার আগে প্রিভিউ দেখতে ক্লিক করতে পারেন।